সামাজিক নিরাপত্তা বেষ্টনী
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্কভাতা, বিধবাভাতা ও স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধীভাতা, ভিজিডি, ভিজিএফ ইত্যাদি নানামুখী সেবা কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ সরকার। জনকল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকার জেলা ও উপজেলা পর্যায়ে উপজেলা সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরসহ সরকারি অন্যান্য দপ্তরের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করছে। এখানে সেবা গ্রহণকারী বাছাই করতে বড় ভূমিকা পালন করছে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ।
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় কার্যক্রমসমূহ
নগদ প্রদানসহ (বিভিন্ন ভাতা) ও অন্যান্য কার্যক্রম
সামাজিক নিরাপত্তা
- বয়স্ক ভাতা কার্যক্রম
- বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের জন্য ভাতা
- অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য ভাতা
- দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকাল ভাতা
- অসচ্ছল মুক্তিযোদ্ধা সম্মানী
- পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানী ভাতা
- সরকারি শিশু পরিবার ও অন্যান্য প্র্রতিষ্ঠানসমুহে নিবাসীদের খোরাকি ভাতা
- বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন মঞ্জুরি
- বিভিন্ন ত্রাণ সামগ্রী (পরিধেয় বস্ত্র, কম্বল, বিস্কুুট, ঢেউটিন ইত্যাদি)
- দূর্যোগ অনুদান (থোক)
- অবাঙালি পুনর্বাসন
- দুঃস্থ সংস্কৃতিসেবীদের জন্য ভাতা
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসর ও পারিবারিক অবসর ভাতা
- শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য রেশন
সামাজিক ক্ষমতায়ন
- প্রতিবন্ধীদের জন্য শিক্ষা উপবৃত্তি
- প্র্রতিবন্ধী শিক্ষার্থীদের স্কুলের জন্য মঞ্জুরি
নগদ প্রদান (বিশেষ) কার্যক্রমসমুহ: সামাজিক ক্ষমতায়ন
- গৃহ নির্মাণ সহায়তা
- কৃষি পুনর্বাসন
খাদ্য নিরাপত্তা কার্যক্রমসমুহ: সামাজিক নিরাপত্তা
- ওএমএস
- ভিজিডি
- ভিজিএফ
- টিআর (খাদ্য)
- জিআর (খাদ্য)
- খাদ্য সহায়তা (পার্বত্য চট্টগ্রাম)
- কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা)
ক্ষুদ্র ঋণ কর্মসূচী: সামাজিক ক্ষমতায়ন
- মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ
- পিকেএসএফ-এর ক্ষুদ্রঋণ কর্মসূচি
- সোসাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন
বিভিন্ন তহবিল: সামাজিক ক্ষমতায়ন
- এসিড দগ্ধ মহিলা ও শারীরিক প্র্রতিবন্ধীদের পুনর্বাসন তহবিল
- দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র কৃষক ও পোলট্র্রি খামারিদের সহায়তা তহবিল
- স্বনির্ভর প্র্রশিক্ষণ কর্মসূচি
- জাতীয় সমাজকল্যাণ পরিষদ
বিভিন্ন তহবিল ও কার্যক্রম: সামাজিক নিরাপত্তা
- জলবায়ু পরিবর্তনের জন্য তহবিল
- কর্মজীবী ল্যাকটেটিং মহিলাদের শ্র্রমিক কল্যাণ তহবিল
- বিভিন্ন কর্মসূচির জন্য থোক বরাদ্দ
- অতিদরিদ্র্রদের জন্য কর্মসংস্থান
- ন্যাশনাল সার্ভিস
- কৃষিখাতে জলাবদ্ধতা দর এবং সেচের জন্য বিশেষ কার্যক্রম
- শিশু বিকাশ কেন্দ্র্র
- প্র্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র্র
- ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান
- পেনশন স্কীম
- পরিচ্ছন্ন কর্মীদের জন্য কলোনি নির্মাণ
- দলিত হরিজন, বেদে এবং হিজরা সম্প্রদায়ের জীবন মান উন্নয়ন
উন্নয়ন খাতের কার্যক্রম সমূহ: সামাজিক ক্ষমতায়ন
চলমান উন্নয়ন প্র্রকল্প
- প্র্রাথমিক ছাত্র-ছাত্রী বৃত্তি
- স্কুল ফিডিং প্র্রোগ্রাম ও দারিদ্র্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং কার্যক্রম
- ঝরে পড়া ছাত্র-ছাত্রী বৃত্তি
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ছাত্র ও ছাত্রীদের জন্য উপবৃত্তি ও অ্যাকসেস বৃদ্ধি (সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড প্রোজেক্টসহ)
- মেটারনাল হেল্থ ভাউচার স্কীম
- ন্যাশনাল নিউট্র্রিশন প্রোগ্রাম
- ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অব দি পুওর
- শহরের কর্মজীবী শিশুদের জন্য মৌলিক শিক্ষা
- উত্তরাঞ্চলে হতদরিদ্র্রদের জন্য কর্মসংস্থান
- পার্টিসিপেটরী রুরাল ডেভেলপমেন্ট
- গুচ্ছগ্র্রাম (ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলাইটেশন প্র্রজেক্ট - সিভিআরপি)
- রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স
- শিশু বিকাশে প্র্রারম্ভিক শিক্ষা
- ডিজাস্টার রিস্ক মিটিগেশন এন্ড রিডাকশন
- আঞ্চলিক মৎস্য ও প্র্রাণিসম্পদ উন্নয়ন
- মৎস্য উন্নয়নে গৃহীত বিভিন্ন প্র্রকল্প
- জাটকা সংরক্ষণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান
- মানবসম্পদ উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর অব্যাহত শিক্ষা
- একটি বাড়ি একটি খামার
- কমিউনিটি হেল্থকেয়ার ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ পুনরুজ্জীবিতকরণ
- সিসিমপুর আউটরিচ প্রকল্প
- জাতীয় স্যানিটেশন প্র্রকল্প
- ডাল ও তেল বীজ প্র্রকল্প
- উপকূল বনায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের জন্য সমাজ-ভিত্তিক অভিযোজন
- সার্বিক গ্র্রাম উন্নয়ন
- কম্প্রিহেন্সিভ ডিজেস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম
- আরবান পাবলিক হেল্থ ডেভেলপমেন্ট প্রোগ্রাম
- অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র্র বিমোচন ও জীবিকা নিশ্চিতকরণ
- সামাজিক বনায়নের মাধ্যমে দারিদ্র্র নিরসন
- ধান, গম ও ভুট্টার উন্নত বীজের উন্নয়ন
- আশ্র্রয়ন-২ প্র্রকল্প
- আইলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্বাসন
- মুজিব নগর সমন্বিত কৃষি উন্নয়ন প্র্রকল্প
- বৃহত্তর কুমিল্লা পল্লী উন্নয়ন প্র্রকল্প
- চর ডেভেলপমেন্ট এ্যান্ড সেটেলমেন্ট প্র্রজেক্ট- ৪
- স্নাতক (পাশ) ও সমমান পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্র্রদান প্র্রকল্প
- কমিউনিটি বেইজড হেলথ কেয়ার
- মেটারনাল, চাইল্ড, রিপ্র্রোডাকটিভ এন্ড এডোলেসেন্ট হেলথ
- সাপোর্ট সার্ভিস ফর ভালনারেবল গ্রুপ
- খাদ্য ও জীবিকা নিরাপত্তা প্র্রকল্প
- উত্তরবঙ্গের ৭টি জেলার বেকার যুবকদের কর্মসংস্থান এবং আত্ম-কর্মসংস্থান সুযোগ সৃষ্টি
- দরিদ্র্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংসস্থান সহায়তা কর্মসূচী
- বৃহত্তর রংপুর চরাঞ্চলের জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে ইক্ষু চাষ
- ফুড সিকিউরিটি থ্রু এনহেন্স এগ্র্রিকালচারাল প্র্রোডাকশন, ডাইভারসিফাইড সোর্সেস অব ইনকাম ভ্যালু এডিশন এন্ড মার্কেটিং ইন বাংলাদেশ (ময়মনসিংহ/শেরপর)
- বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্র্রকল্প এলাকায় এবং অন্যান্য জলাশয়ে সমন্বিত মৎস্য ও প্র্রাণিসম্পদ উন্নয়ন
- ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ
- হ্যাচারিসহ আঞ্চলিক হাঁস প্র্রজনন খামার স্থাপন (৩য় পর্যায়)
নতুন উন্নয়ন প্র্রকল্প
- রিচিং আউট অব্ স্কুল চিলড্রেন প্রকল্প
- চাইল্ড সেনসেটিভ সোসাল প্রোটেকশন ইন বাংলাদেশ
- আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট
- দারিদ্র্য দূরীকরণ ও আত্ম-কর্মসংস্থান সৃষ্টির জন্য পল্লী দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশন এর কার্যক্রম সম্প্রসারণ
- ইন্টিগ্রেটেড সাপোর্ট টু প্রোভার্টি এন্ড ইউনিকোয়ালিটি রিডাকশন থ্রো এন্টারপ্রাইজ ডেভলোপমেন্ট